স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

অর্ডার কনফার্ম হওয়ার পর মার্চেন্ডাইজার কে প্রথম যে ৪ টি কাজ করতে হয় (First 4 works need to do by Merchandiser after getting order confirmation)

 

     প্রোডাকশন স্পেস বুকিং :- ফ্যাক্টরির ক্যাপাসিটি এবং স্পেস ভ্যাকান্সির উপড় নির্ভর করে অর্ডার টি নেওয়া যাবে কি যাবে না। বাইয়ারের প্রস্তাবিত শিপমেন্ট ডেট মেনে নেওয়ার পুর্বে অবশ্যই মার্চেন্ডাইজার কে প্ল্যানিং টিমের সাথে কাজ করে লাইন শিডিওলের প্রাথমিক নিশ্চয়তা নিতে হবে। অর্ডার প্লেস হওয়ার পর মার্চেন্ডাইজার প্ল্যানিং এর কাছে প্রোডাকশন বুকিং টি Re-Confirm করবেন।   কোন অর্ডারের কোয়ান্টিটি, ম্যাশিন লে-আউট এবং শিপমেন্ট সিডিওলের উপড় পর্যালোচনা করে প্ল্যানিং একটি Ready Date দেবে যার পুর্বে গার্মেন্টস শেলাই করার জন্য প্রয়োজনীয় সমস্ত র-ম্যাটেরিয়াল ফেব্রিক, এক্সেসরিস মজুত করে ফেলতে হয়।

  

প্রোডাকশন ও কমার্শিয়াল কে সাথে নিয়ে মার্চেন্ডাইজার যে কাজগুলো করে থাকেন (Merchandiser's work with factory and commercial department)


মার্চেন্ডাইজিং কোন এক ডিপার্টমেন্টের কাজে সীমাবদ্ধ নয়। মিডল পয়েন্ট থেকে মাল্টিপুল ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয়ে মার্চেন্ডাইজার কে কাজ করতে হয়।

ফ্যাক্টরি প্রোডাকশন এবং কমার্শিয়ালকে সাথে নিয়ে যে কাজগুলো করে থাকেন তার কিছু ধারনা এখানে তুলে ধরা হল।

জেনে নিন স্নাপ ফাস্টেনার সম্পর্কে(Get Learn about snap fasteners)



স্নাপ ফাস্টেনার সাধারনত ধাতু নীর্মিত। গার্মেন্টস পোশাকে প্লাস্টিক বোতাম, জিপার বা ভেলক্রোর বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হতে পারে। স্নাপ ফাস্টেনার এ এক জোড়া ইন্টারলকিং চাকতি থাকে যা নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রয়োগে জোড়া লাগে।  শিশুদের পোশাকে স্ন্যাপ ফাস্টেনারগুলি প্রায়শই ব্যবহৃত হয়, কারণ শিশুদের পোশাক কে যথাসম্ভব সহজ ব্যাবহার্জ্য করে তৈরি করা হয়।

পোশাকের খুচরা বিক্রির উপর প্রযুক্তি প্রভাব(Technology on Apparel Retailing)



প্রযুক্তি এবং ফ্যাশন মধ্যে সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌছে গেছে। প্রযুক্তির ছাড়া পোশাক শিল্প সম্পুর্ন বিকল।  মানুষের মনে দাগ কাটতে প্রত্যেক পোশাক ব্র্যান্ড নতুন প্রযুক্তির ডিজাইন এবং উৎপাদন করতে সচেষ্ট

পোশাক শিল্পের প্রবৃদ্ধি প্রযুক্তির অগ্রগতির সাথে বৃদ্ধি পায়বিভিন্ন অপারেশনের জন্য প্রতিনিয়ন নতুন নতুন বিশেষ যন্ত্রের ব্যাবহার বাড়ছে খুচরো ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে বৃহত্তর পরিসরে উন্নিত করতে ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তি ব্যাবহার করছেন। প্রতিযোগিতামূলক বাজার মোকাবেলায় খুচরো ব্যবসায়ীরা প্রযুক্তি ব্যাবহারে সবচেয়ে বেশি সচেতন কারন বিশ্বব্যাপী গ্রাহকদের মনোযোগ বজায় রাখতে প্রযুক্তির বিকল্প নেই

চীফ ভ্যালু কটন ফেব্রিক (Cheap Value Cotton or CVC Fabric)



সিভিসি ফ্যাব্রিক পলিয়েস্টার এবং তুলোর মিশ্রণে তৈরি , যা পোশাক তৈরির জন্য এখন বেশ পপুলার একটি কাপড়।  এটি শোষণ ক্ষমতা সম্পন্ন এবং  ছিদ্রযুক্ত । সিভিসি ফ্যাব্রিক সস্তা, এবং স্থায়িত্তেও ভাল । সিভিসি শব্দের ফুল মিনিং "চীফ ভ্যালু কটন"।

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !