নতুন নতুন ফাইবারের উদ্ভাবন এবং বিভিন্নপ্রকার ফাইবারের মিশ্রণে ফাইবার তৈরি করায়,সঠিক ভাবে ফাইবার সনাক্তকরার কাজ প্রতিনিয়ত আরও কঠিন হচ্ছে ।
যেসব টেস্টের দ্বারা ফাইবারের নাম নির্ভুল ভাবে
নির্ণয় করা যায় সেগুলো যেমন Burning
test ,chemical test ,staining test solubility test ,swelling এবং microscopic
test ।
1.Burning
Test :- ফাইবার সনাক্তকরার সবচে সহজ পরীক্ষা এটি । fibre bundle এর একাংশকে আগুনে পুড়িয়ে তার ছাইয়ের রঙ,আকার ও গন্ধ নোট করে রাখা হয় ।
2.Chemical Test :- ভিন্ন ভিন্ন ফাইবারে রাসায়নিক গঠনে পার্থক্য থাকায় burning test অপেক্ষায় chemical test বেশি ফলপ্রসূ । নির্ভুল ফলাফলের জন্য পরিক্ষার আগে অবশ্যই ফেব্রিক গুলো ভালভাবে পরিস্কার করে নিতে হবে যেন finishing agent গুলো দূর হয় ।
এজন্য ফেব্রিক গুলোকে পাকখোলা অবস্থায় নিয়ে , ইয়ারন টুইস্ট লেস এবং ফাইবার যতটা সম্ভব ঢিলা অবস্থায় নিয়ে আসতে হবে ।
Wool & silk :- শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইড (NaoH) এ wool ও silk এর মত ফাইবার ধ্বংস হয়ে যায় আবার শীতল সম্পৃক্ত হাইড্রোক্লরিক এসিডের (Hcl) মধ্যে ১৫ মিনিট রাখলে সিল্ক দ্রবিভুত হয় কিন্তু উল হয় না ।
2.Chemical Test :- ভিন্ন ভিন্ন ফাইবারে রাসায়নিক গঠনে পার্থক্য থাকায় burning test অপেক্ষায় chemical test বেশি ফলপ্রসূ । নির্ভুল ফলাফলের জন্য পরিক্ষার আগে অবশ্যই ফেব্রিক গুলো ভালভাবে পরিস্কার করে নিতে হবে যেন finishing agent গুলো দূর হয় ।
এজন্য ফেব্রিক গুলোকে পাকখোলা অবস্থায় নিয়ে , ইয়ারন টুইস্ট লেস এবং ফাইবার যতটা সম্ভব ঢিলা অবস্থায় নিয়ে আসতে হবে ।
Wool & silk :- শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইড (NaoH) এ wool ও silk এর মত ফাইবার ধ্বংস হয়ে যায় আবার শীতল সম্পৃক্ত হাইড্রোক্লরিক এসিডের (Hcl) মধ্যে ১৫ মিনিট রাখলে সিল্ক দ্রবিভুত হয় কিন্তু উল হয় না ।
Rayons :- Acetate rayon (50%) সালফিউরিক এসিড (H2So4) সলিউশনে দ্রবীভূত হয় কিন্তু viscose rayon হয় না ।
প্রায় সব Rayon ই (60%) H2So4 এ অথবা concentrated(সম্পৃক্ত) H2So4 এ দ্রবীভূত হয় ।
Acetate fibres :- (80%) এসিটোনে এ সব এসিটেড ফাইবার দ্রবীভূত হয় ।
Nylon :- 85 % formic acid অথবা 90 % phenol অথবা 20 % Hcl এ নাইলন দ্রবীভূত হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন