স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

ফাইবার আইডেন্টিফিকেশন টেস্ট (Identification of fibre)

ফাইবার টেস্ট (Identification of fibre)
                       
নতুন নতুন ফাইবারের উদ্ভাবন এবং বিভিন্নপ্রকার ফাইবারের মিশ্রণে ফাইবার তৈরি করায়,সঠিক ভাবে ফাইবার  সনাক্তকরার কাজ প্রতিনিয়ত আরও কঠিন হচ্ছে ।
যেসব টেস্টের দ্বারা ফাইবারের নাম নির্ভুল ভাবে নির্ণয় করা যায় সেগুলো যেমন  Burning test ,chemical test ,staining test solubility test ,swelling এবং microscopic test


1.Burning Test :- ফাইবার সনাক্তকরার সবচে সহজ পরীক্ষা এটি । fibre bundle এর একাংশকে আগুনে পুড়িয়ে   তার ছাইয়ের রঙ,আকার ও গন্ধ নোট করে রাখা হয় ।

2.Chemical Test :-  ভিন্ন ভিন্ন ফাইবারে রাসায়নিক গঠনে পার্থক্য থাকায়  burning test অপেক্ষায় chemical test বেশি ফলপ্রসূ । নির্ভুল ফলাফলের জন্য পরিক্ষার আগে অবশ্যই ফেব্রিক গুলো ভালভাবে পরিস্কার করে নিতে হবে যেন finishing agent গুলো দূর হয় ।
এজন্য ফেব্রিক গুলোকে পাকখোলা অবস্থায় নিয়ে ইয়ারন টুইস্ট লেস এবং ফাইবার যতটা সম্ভব ঢিলা অবস্থায় নিয়ে আসতে হবে ।

Wool & silk :-   শক্তিশালী  সোডিয়াম হাইড্রোক্সাইড (NaoH) wool silk এর মত ফাইবার ধ্বংস হয়ে যায়  আবার শীতল সম্পৃক্ত  হাইড্রোক্লরিক 
এসিডের (Hcl) মধ্যে ১৫ মিনিট রাখলে সিল্ক দ্রবিভুত হয় কিন্তু উল হয় না ।

Rayons :-   Acetate rayon (50%) সালফিউরিক এসিড (H2So4) সলিউশনে দ্রবীভূত হয় কিন্তু viscose rayon হয় না ।
প্রায় সব Rayon ই (60%) H2So4 এ অথবা concentrated(সম্পৃক্ত) H2So4 এ দ্রবীভূত হয় ।

Acetate fibres :-   (80%) এসিটোনে এ সব এসিটেড ফাইবার দ্রবীভূত হয় ।

Nylon :- 85 % formic acid অথবা 90 % phenol অথবা 20 % Hcl   এ নাইলন দ্রবীভূত হয় । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !