স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

গার্মেন্টস পোশাকের প্রকারভেদ(Woven & Knited)



প্রধানত গার্মেন্টস পোশাক দুই ভাগে বিভক্তঃ- ওভেন ও নিটেড গার্মেন্টস

 

সার্ট,ট্রাউজার,শারী,কম্বল,তোয়ালে,চাদর এগুলো স্বভাবত ওভেন ফেব্রিক হয়ে থাকে।অন্যদিকে টি-শার্ট,আন্ডার গার্মেন্টস,পাজামা,মোজা ইত্যাদি পোশাক নিটেড ফেব্রিকে তৈরি হয় ।

 

 

ওভেন ফেব্রিক তৈরি হয় বিভিন্ন প্রকার হস্তচালিত বা পাউয়ার লুম দিয়ে । ওভেন ফেব্রিক তৈরির প্রক্রিয়া মোটামুটি সহজ । সূতার কাউন্ট , Reed , warp weft  সুতা ও এদের প্রস্থ এবিষয়গুলোতে ওভেন ফেব্রিক তৈরির সময় গুরুত্ত দিতে হয় । ফিনিশিং এর উপড় ফেব্রিকের কোয়ালিটি অনেকাংশে নির্ভর করে ।

 

প্লেইন,টুইল,স্যাটিন প্রধান তিন ধরণের ওভেন ফেব্রিক।এছাড়া ফেঞ্চি,স্ট্রাইপ,ম্যাট,চেক,রিব,ডবি,জ্যাকার্ড, উল্লেখযোগ্য কিছু ওভেন ফেব্রিক প্রকরণের নাম ।

 

 

নিট ফেব্রিক তৈরি হয় বিভিন্ন রকম নিটিং ম্যাশিনে । ফেব্রিকের স্ট্রাকচার অনুযায়ী ম্যাশিন গুলোর নাম দেয়া হয় ।

 

জার্সি,পিকে,ইন্টারলক,রিপ,ফ্রেঞ্ছ রিব,লাকস্ট , লুপ নিট,ফ্লেচ,পোলার ফ্লেচ,পার্ল ইত্যাদি কয়েকটি প্রধান নিট ফেব্রিকের ডেরিভেটিভ ।



৩টি মন্তব্য:

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !