স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

ই টি পি(ETP)

ই টি পি পানি বিশুদ্ধকরন প্ল্যান্ট

                                   

টেক্সটাইল ম্যানুফাকচারিং ইউণিটের বিভিন্ন শেকশনে পানি দূষিত হয় যা পরিবেশের ও স্বাস্থের জন্য ক্ষতিকর ।
পরিবেশ দূষণ রোধে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট(ETP) ব্যাবহার করা হয় ।
বিভিন্ন ধাপে ধাপে ইফ্লুএন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পানি পরিষ্কারের কাজ করে থাকে
  

১।প্রাথমিক ভাবে পানিকে ফিল্টার করে নেয়া হয়

২।ঠাণ্ডা করে মিক্সিং করা হয়
৩।এসিড বা অ্যালকালির সাথে নিউট্রালাইজিং করা হয়
৪।পানিতে ক্যামিকাল ঘনীভূত করা হয়
৫।তৈলাক্ত অংশ আলাদা করা হয়
৬।পুনরায় ফিল্টার করে ড্রেইনে পরিবিহন করা হয়

তিন ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকতে পারে
# ফিজিক্যাল
 ক্যামিকাল ট্রিটমেন্ট প্ল্যান্ট 
# ক্যামিকাল
 বাইওলজিকাল ট্রিটমেন্ট প্ল্যান্ট
# বাইওলজিক্যাল
 ট্রিটমেন্ট প্ল্যান্ট 

পলি এস্টার ফেব্রিক ডাইং এর ফলে পানি অম্লীয়
 
এবং রিএক্টিভ ডাইং এর ফলে পানি ক্ষারীয় হয় ।
যদি পানি অধিক অম্লীয় হয় তাহলে
তা পাইপ লাইনে কোরশায়নের সৃষ্টি করে
 
জলজ প্রাণীকে ধ্বংস করে
পানি অধিক ক্ষারীও হলে
জলজ প্রানিকে ধ্বংস করে
ফসলের ক্ষতি করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !