কোন রিং স্পিনিং মিলের মোট উৎপাদন ব্যায়ের ৫-১০ % ব্লোরুমে ব্যয়িত হয় । ব্লো রুমের ম্যাশিনারিজ স্থাপন করা সবচেয়ে ব্যায়বহুল কাজ । এছাড়া এই সেকশনে কাচামালের অপচয় একটি অতিরিক্ত ব্যায়ের কারন হয়ে দাড়াতে পারে । কারন ব্লো-রুম ম্যাশিনারিজ অপদ্রব্য দূর করার সাথে সাথে কিছু ভাল ফাইবারও দূর করে ফেলতে পারে ।
এজন্য ফাইবার ক্ষতির দিক নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখতে হয় নতুবা কাঁচামালের অপচয় ঘটিয়ে খরচ বেড়ে যাবে । ব্লো রুম ফাইবারের বৈশিষ্টের উপড় বিভিন্ন গুণাবলী যেমন দৈর্ঘ্য,ইলাস্টিছিটী,দৃঢ়তা ইত্যাদি প্রভাব ফেলে । স্পিনিং এর প্রথম ধাপ এই ব্লোরুম যেখানে বিভিন্ন ম্যাশিনের মধ্যে দিয়ে ফাইবারের ওপেনিং,ক্লিনিং,ব্লেন্ডিং ও মিক্সিং এর মাধ্যমে সংকুচিত তুলার বেল ল্যাপ এ রূপান্তরিত হয় ।
ওপেনিংঃ সংকুচিত তুলার বেলগুলোকে অপজিট স্পাইক যন্ত্রাংশের সাহায্যে প্রসারিত করে ছোট ছোট তুলার গুচ্ছ বানানো হয় ।
ক্লিনিংঃ বিটার ও এয়ার কারেন্টের সাহায্যে ফাইবার থেকে ময়লা , ভাঙা পাতা,বীজের ভাঙা খন্ড ও অন্যান্য অপদ্রব্য অপসারণ করা হয় ।
ব্লেন্ডিং ও মিক্সিংঃ কাঙ্ক্ষিত পোশাকের মানের উপড় নির্ভর করে তুলনামূলক ভাল কোয়ালিটির তুলা ফাইবার পাওয়ার জন্য ভাল ও খারাপ উভয় প্রকার ফাইবার কে বিভিন্ন অনুপাতে একসাথে মেশানো হয় ।
ল্যাপ ফরমেশনঃ পরিস্কার ও প্রসারিত তুলার ফাইবার গুলো থেকে নির্দিষ্ট দৈর্ঘের আলাদা আলাদা ও সমওজোন বিশিষ্ট সীট তৈরি করার পদ্ধতিকে লেপ ফরমেশন বলে । পূর্ব নির্ধারিত ল্যাপ গুলোকে সিলিন্ডারিকাল আকৃতি দিতে ল্যাপ পিনে অয়াইন্ডিং করা হয় ।
ব্লো রুম ইনপুট ---------------->
ব্লো রুম আউট পুট ------------------->
আধুনিক ব্লো রুম ফ্লো চার্টঃ-
বেল প্লাকার(bale plucker)
↓
মেটাল ডিটেক্টর(Metal detector)
ইউনি ক্লিন(uniclean)
ইউনিমিক্স(unimix)
ইউনিফ্লেক্স(uniflex)
ভিশন শেইল্ড(vision shield)
কনডেনশর(condensor)
চুট ফিড(chute feed)
কার্ডিং(carding)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন