বিখ্যাত কিছু লেবেলের ছবি |
পোশাক তৈরিতে মূল কাপড় ছাড়া আরও যেসব কিছু ব্যাবহার হয় তাদের
ট্রিমিংস বলে ।যেমনঃ- বতাম,লেবেল,সুতা ইত্যাদি। ট্রিমিং কে ব্যাবহার করা হয় মুলত পোশাকের সৌন্দর্য
বৃদ্ধিকরণে ।
লেবেলঃ পোশাকের মধ্যে কোন লেবেল না লাগিয়ে তা বিক্রি করা যায়
না, বিশেষ করে পোশাক রপ্তানির ক্ষেত্রে পোশাকের মধ্যে লেবেল থাকা বাধ্যতামূলক।লেবেল
বলতে বোঝায়,পোশাকের মধ্যে লাগানো একটি অংশ যাতে ঐ পোশাক সম্বন্ধে প্রয়োজনীয়
তথ্যগুলো লেখা থাকে যেমনঃ পোশাকের সাইজ,ফাইবারের ধরণ,পরিচর্যা সংক্রান্ত
তথ্য,কোন
দেশের ও কোন কোম্পানির তৈরি , ট্রেড মার্ক ইত্যাদি।উল্লিখিত সকল তথ্য অথবা এর
মধ্যের কয়েকটি তথ্য লেবেলে থাকতে পারে।
বিশেষ করে পোশাকের সাইজ লেবেল প্রায় সব
পোশাকের থাকে। লেবেলকে সেলাইয়ের মাধ্যমে
পোশাকের সাথে যুক্ত করা হয় । লেবেলের মধ্যেও দামি সস্তা ভেদাভেদ রয়েছে । সবচেয়ে
দামি লেবেল গুলো তৈরির হয় জ্যাকার্ড লুমের সাহায্যে ডিজাইন করে প্রয়োজনীয় তথ্য
গুলো বুনন করে তৈরি করা হয় । কম দামি লেবেলগুলোতে ব্যাবহার হয় ত্থার্মপ্লাস্টিক
ফাইবার এবং ছাপ দিয়ে লেখাগুলো বসানো
হয়। লেবেলকে পোশাকের সাথে সিল করে লাগানো
হয় তাই ব্যাবহারের সময় শরীরে কাটার মত বিধতে পারে ।
ইন্টারলাইনিংঃ পোশাকের কোন কোন অংশকে সুদৃঢ় করতে অথবা কাঙ্ক্ষিত আকৃতি দেয়ার জন্য
দুই অনুপাত এক এ অতিরিক্ত কাপড় বা অন্য কোন
কাপড় জাতীয় বস্তু ব্যাবহার করা হতে পারে ।
লাইনিংঃ পোশাকের ভিতরের দিকে মূল কাপড়ের সাথে ভিন্ন ধরণের কাপড়কে সেলাই করে
লাগানো হয় ,একেই
লাইনিং বলে। পোশাকের আকার,আরাম ও পোশাকের ভেতরের সৌন্দর্য
বৃদ্ধিকরণে লাইনিং করা হয়। লাইনিং করতে সাধারণত পিচ্ছিল ও খসখসে জাতীয় কাপড় ব্যাবহার হয়। হাতের অংশে পিচ্ছিল
লাইনিং পোশাক খোলা ও পড়া সহজ করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন