স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

স্যাটিন ফেব্রিক সম্পর্কে জেনে নিন(Get Known About Satin Weave)



যে তিন ধরনের উইভিং পদ্ধতির দ্বারা বেশিরভাগ উইভার ফেব্রিক তৈরি হয় তার মধ্যে স্যাটিন একটি । অন্য দুইটি টুয়াইল ও প্লেইন ওয়েভ । মৌলিক গঠনাবলীর দিক দিয়ে স্যাটিন যদিও টুয়াইলের মতই,কিন্তু বাহ্যিক দিক দিয়ে কিছুটা ভিন্ন দেখতে, কারন স্যাটিন ওয়েভে কোণাকোণি রেখা গুলো টুয়াইলের মত ততটা দৃষ্টিগোচর হয় না ।




ফেব্রিক সার্ফেস কে মসৃণ ও উজ্জ্বল করার উদ্দেশে লাইনগুলো গুলোকে অবরুদ্ধ করে রাখা হয় ।তাছাড়া স্যাটিন তৈরিতে সাধারণত টুয়াইলের চেয়ে বেশি কাউন্টের সূতা ব্যাবহার করা হয়ে থাকে । ফেব্রিকের উপড়ে কোন ভিসিয়েবল ডিজাইন দেখা যায় না ,কারন পেছনের বা ব্যাকসাইডে দেয়া সূতার চেয়ে সম্মুখের সূতাগুলোকে অল্প কাউন্টের ও বেশি সংখ্যায় ব্যাবহার করা হয়স্যাটিন ওয়েভর সামনের দিক হয় উজ্জ্বল ও পেছন দিক অনুজ্জ্বল হয়


স্যাটিন ওয়েভ তৈরিতে উইভিং এ চার বা তার চেয়ে বেশি weft  সূতা , warp সূতার উপর দিয়ে যায় অথবা তার উল্টো অর্থাৎ weft সূতার উপর দিয়ে warp যায় যা যথাক্রমে weft faced warp faced satin তৈরি করে ।
এখানে low twisted yarn ব্যাবহার করা হয় ,EPI বেশি রাখা হয় এবং একটা warp weft  সূতার মধ্যে interlacement  হয় যার repeat number  1


interlacement  point  কম থাকায় ফেব্রিক সার্ফেস মসৃণ য়ে ওঠে স্যাটিন কাপড় প্রধানত বেড শিড তৈরিতে ব্যাবহ্রিত হয় তবে এর অনেক ভারিয়েশন আছে যেমন granitr weave check weave
পোশাকে  স্যাটিনের ব্যাবহার বেশি যেমন :- বেসবল জ্যাকেট,এথলেটিক শর্টস ,অন্তর্বাস,ব্লাউজ,রাতের গাউন ইত্যাদি ।

বুলেট এ ব্যাবহৃত point shoes তৈরি হয় স্যাটিন ওয়েভ পদ্ধতিতে ।

স্যাটিন কাপড় স্ট্রাকচার
স্যাটিন ফেব্রিক স্ট্রাকচার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !