যে তিন ধরনের উইভিং পদ্ধতির
দ্বারা বেশিরভাগ
উইভার ফেব্রিক তৈরি হয় তার মধ্যে স্যাটিন একটি । অন্য দুইটি টুয়াইল ও প্লেইন ওয়েভ । মৌলিক গঠনাবলীর দিক দিয়ে স্যাটিন যদিও টুয়াইলের মতই,কিন্তু বাহ্যিক দিক দিয়ে কিছুটা ভিন্ন দেখতে, কারন স্যাটিন
ওয়েভের কোণাকোণি রেখা গুলো টুয়াইলের মত ততটা দৃষ্টিগোচর হয় না ।
ফেব্রিক সার্ফেস কে মসৃণ ও
উজ্জ্বল করার উদ্দেশে লাইনগুলো গুলোকে অবরুদ্ধ করে রাখা হয় ।তাছাড়া স্যাটিন
তৈরিতে সাধারণত টুয়াইলের চেয়ে বেশি কাউন্টের সূতা ব্যাবহার করা হয়ে থাকে । ফেব্রিকের উপড়ে কোন ভিসিয়েবল ডিজাইন দেখা যায় না ,কারন পেছনের বা ব্যাকসাইডে দেয়া সূতার চেয়ে সম্মুখের সূতাগুলোকে অল্প কাউন্টের ও বেশি সংখ্যায় ব্যাবহার করা
হয় ।স্যাটিন
ওয়েভর সামনের দিক হয় উজ্জ্বল ও পেছন দিক অনুজ্জ্বল হয় ।
স্যাটিন ওয়েভ তৈরিতে উইভিং এ চার বা তার চেয়ে বেশি weft সূতা , warp সূতার উপর দিয়ে যায় অথবা তার উল্টো
অর্থাৎ weft
সূতার উপর দিয়ে warp যায় যা যথাক্রমে
weft
faced ও warp faced satin তৈরি করে ।
এখানে low twisted
yarn ব্যাবহার করা হয় ,EPI বেশি রাখা হয় এবং একটা warp ও weft
সূতার মধ্যে interlacement হয় যার repeat
number 1 ।
interlacement point কম থাকায়
ফেব্রিক সার্ফেস মসৃণ হয়ে ওঠে । স্যাটিন কাপড় প্রধানত বেড শিড তৈরিতে ব্যাবহ্রিত হয় তবে এর অনেক ভারিয়েশন আছে যেমন granitr
weave ও check weave ।
পোশাকে স্যাটিনের ব্যাবহার বেশি
যেমন :- বেসবল জ্যাকেট,এথলেটিক শর্টস ,অন্তর্বাস,ব্লাউজ,রাতের গাউন ইত্যাদি ।
বুলেট এ ব্যাবহৃত point shoes তৈরি হয় স্যাটিন ওয়েভ পদ্ধতিতে ।
স্যাটিন ফেব্রিক স্ট্রাকচার |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন