প্যান্ট,জ্যাকেট, টপস ,লাগেজ, প্রায়
সব ধরণের ব্যাগ, টি শার্টের সৌন্দর্জ বৃদ্ধিতে, এছাড়াও নতুন নতুন ডিজাইন ও
স্টাইলিং তৈরিতে জিপারের ব্যাবহার দেখার মত। তবে যখন কোন কাজের জন্য
একটি জিপার বাছাই করার সময় আসে,তখন নানা বিকল্প এবং বৈচিত্রগুলো সামনে
হাজির হয়।
মাপ,স্টাইলিং
এবং ম্যলেরিয়ালের বিভিন্নতার ভিত্তিতে অনেক ধরণের জিপার পাওয়া যায়। এই লেখায় বিভিন্ন ধরণের জিপারের তুলনা এবং
বৈপরীত্য তুলে ধরব যাতে নানা প্রকার জিপারের সম্পর্কে নিখুঁত ধারণা দেয়া সম্ভব হয়।
জিপারের টিথের সাইজের ভিত্তিতে Zippers কে নাম্বারিং করা হয় (উদাঃ
T3, T5 , T8)। বন্ধ অবস্থায় জিপারের দাতের প্রস্থ
যত মিলিমিটার তাকে তত নাম্বারিং করা হয়। সুতরাং একটি T5
জিপার এর দাঁত প্রায় 5 মিলিঃ প্রস্থের হয়। একই ভাবে পরিমাপ করে এর 10 মিলিঃ প্রস্থের
জিপারকে T10 বলা হবে । জিপারের আকার বিচারের
জন্য এটি একটি সহজ মাপকাঠি। নাম্বার যত বেশি হবে জিপার টি
দেখতে তত বড় বা প্রসস্থ মনে হবে।
জিপারকে শ্রেণীভুক্ত করার আরেকটি ফ্যাক্টর হল জিপারের দাতের প্রকৃতি। এই বিবেচনায় জিপার দুই ধরনের কয়েল এবং ভিসলন জিপার।
Vislon
Zipper:
ভিসলন
সর্বাধিক ব্যবহৃত জিপার এবং এর দাত গুলো তৈরিতে প্লাস্টিক রেজিন জাতীয় পদার্থ ব্যবহার হয়। স্বয়ংক্রিয় ছাচ
বা মোল্ডের সাহায্যে প্লাস্টিক কে দাতের আকারে এনে সরাসরি জিপার টেপ এর সাথে লাগানো হয়। এই নির্মাণ শৈলী তাদের শক্তিশালী করে তোলে কিন্তু একই আকারের মেটাল জিপারের
তুলনায় এটি অনেক টা হালকা ওজনের হয়।এর রঙের বৈচিত্র কালার পিগ্মেন্ট এর ব্যবহারের উপড় নির্ভর করে।
Coil
Zipper:
নাম
থেকেই বোঝা যায় এটি
coiled বা কুন্ডলি আকৃতির জিপার, অর্থাৎ এর দাতগুলো দেখতে কুণ্ডলী
বা কয়েলের মত দেখায় । দাঁতের গঠনে কয়েল
জিপারের দাঁতগুলি বেশ দৃঢ় কিন্তু ভিসলন জিপারের চেয়ে নমনীয় এবং দাত গুলোকে বেশ ঘন
অবস্থায় থাকতে দেখা যায়। T3, T5 , T8 থেকে T10 মাপ পর্যন্ত কয়েল
জিপার পাওয়া যায়।
এছাড়াও
এটি নাইলন জিপার হিসাবেও পরিচিত - এটি এক ধরণের জিপার যার টিথ কয়েল আকৃতি মনোফিলামেন্ট
থেকে তৈরি যা ঐতিহ্যগতভাবে নাইলন থেকে পাওয়া যায়। তাই এটি এই নামে পরিচিত।
Metal Zipper:
মেটাল
জিপার প্রথম উত্পাদিত এবং সবচেয়ে মৌলিক প্রকৃতির জিপার। 1917 এবং 1920 এর দশকে
সর্বপ্রথম ধাতু দিয়ে তৈরি হয়েছিল জিপার । যখন কোন জিপারের স্লাইডার আপ হয় তখন দাত গুলো শক্তভাবে জিপারকে বন্ধ রাখে।
মেটাল
জিপাররগুলির দাত এ বিভিন্ন ধরণের পালিশ করা হয়ে থাকে যেমন
golden brass, antique brass, antique silver, gunmetal, silver ইত্যাদি । কেমিক্যাল ট্রিটমেন্ট এর মাধ্যমে
এই পালিশ গুলো করা হয় জিপারের স্লাইডার এব্বং পুলারের সাথে মিল রেখে।
·
Plastic Zipper:
ভিসলন জিপার যেহেতু প্লাস্টিক
নির্মিত তাই একে প্লাস্টিক জিপার ও বলা হয়ে থাকে।
·
Nylon Zipper: কয়েল জিপারের অপর নাম নাইলন জিপার।
ফাংশনের
উপড় নির্ভর করে জিপার দুই ধরণের
Open
end zipper:
এই
জিপার গুলি সম্পূর্ণরূপে খোলা থাকে যাতে জিপের দুইপাশ একে অপরের থেকে আলাদা হয়।
উদাহরণস্বরূপ,
এটি একটি জ্যাকেট এর সেন্টার ফ্রন্ট এ ব্যবহার করা যেতে পারে যাতে
এটিকে সব উপায়ে খুলতে পারা যায়। এগুলি বিভিন্ন শৈলীতে আসে যেমন, প্লাস্টিক ওপেন এন্ড, নাইলন ওপেন এন্ড, মেটাল ওপেন এন্ড এবং হেভি ডিউটি ওপেন এন্ড। ফ্যাব্রিকের ওজনের উপর ভিত্তি করে
বিভিন্ন ধরণের জিপার গার্মেন্টস এ ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার মোটরবাইক জ্যাকেট
থাকে তবে তাতে ব্যাবহারের জন্য হেইভি ডিউটি মেটাল ওপেন এন্ড জিপার উপযুক্ত। আবার যখন একটি পাতলা কার্ডিগান হবে, তার জন্য নাইলন
ওপেন এন্ড জিপার সঠিক , যার ওজোন খুব কম।
Close
end zipper:
এই জিপারের এক পাশ সম্পুর্ন বন্ধ । জ্যাকেট বা জিন্সের
পকেট এ এই জাতীয় জিপার ব্যাবহার করা হয়। যে স্থানের জিপারটিকে শুধু আংশিকভাবে
খোলার প্রয়োজন হয়। সাধারণত 12 ইঞ্চি থেকে 22 ইঞ্চি দীর্ঘ পরিসীমার মধ্যে হয়ে থাকে এই
জিপারের দৈর্ঘ্য ।
জিপারে ব্যাবহ্রত পুলারের উপড় নির্ভর
করে জিপারকে আরো তিন ভাগে বিভক্ত করা যায়।
DA Puller zipper
DALH Puller zipper
Special Puller zipper
DA PULLER |
DALH PULLER |
SPECIAL PULLER |
very helpful post for every textile engineer...
উত্তরমুছুনজাজাকাল্লাহ খাইরান
উত্তরমুছুন