মার্চেন্ডাইজিং গার্মেন্টস শিল্পের একটি স্বীকৃত পেশা । গার্মেন্টস কোন পন্যের উপযোগিতা বাড়াতে মার্চেন্ডাইজার বড় ভুমিকা রাখেন।
"মার্চেন্ডাইজিং
এক ধরণের পেশাদারিত্বমূলক শিল্প যা গ্রাহকদের চাহিদাগুলি এবং পছন্দকে নির্ধারন করে দেয়। " অন্য কথায় গুণগত এবং পরিমাণগতভাবে পণ্যটির জনপ্রিয়তা নিশ্চিত
করার জবাবদিহিতা মার্চেন্ডাইজারকে নিতে হয়।
মার্চেন্টাইজিং শব্দটি বাণিজ্যিক
বা সওদাগর থেকে উদ্ভূত ।
ভোক্তা কোন পণ্য কেনার সিদ্ধান্ত
নেওয়ার আগেই সঠিক মূল্যের
সাথে সঠিক পণ্যগুলিকে ক্রেতার হাতের নাগালে নিয়ে যাওয়া দোকানির কাজ। যদি কোনও ব্যবসায়ী সময়মত পণ্য সরবরাহ করতে ব্যর্থ
হয় তবে গ্রাহক অন্য দোকানে যান এবং বিরোধীদের কাছ থেকে পণ্যগুলি কিনে নেন।
বিক্রয়ের উদ্যেশ্যে
কোন পণ্য কে কিভাবে, কোথা থেকে ক্রয় করা হবে সেটিই হল
মার্চেন্ডাইজিং।
মার্চেন্ডাইজিং কে
একটি ছকের আদলে যদি সাঁজাতে চাই তবে সেটি 4 টি P এর
মার্কেটিং করার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
Product
Price
Place &
Promotion
এই চারটি
শব্দ ব্যাবহার করেই তাৎক্ষনিকভাবে খুব ছোট পরিসরে মার্চেন্ডাইজিং শব্দকে বুঝিয়ে
দেয়া সম্ভব।
তবে
বিস্তারে বললে, এটি একটা অর্ডার বহন করাকে
মার্চেন্ডাইজিং বোঝায় যাতে অন্তর্ভুক্ত থাকে বাজারের বিপণন, র ম্যাটেরিয়ালের
ব্যবস্থাপনা , টেকসই ফলোয়াপের মাধ্যমে সময় মত এবং গুণগত মান বজায় রেখে পন্যটি
উৎপাদন করা,ক্রেতার কাছে পন্যটি পৌছানো এবং পেমেন্ট গ্রহণ করা ।
সবকিছু শেষ করার
পরে, অর্ডার ফাইলটি বন্ধ করে এবং পুনরায় নতুন অর্ডারের কাজ শুরু করা। এটিই সম্পূর্ণ
দিক দিয়ে একটি গার্মেন্টস মার্চেন্টাইজিং ।
সুত্রঃ-
Garment
Merchandising Facing Tasks in Recent Times
By
R.S.BALAKUMAR
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন