
প্রোডাকশন স্পেস বুকিং :- ফ্যাক্টরির ক্যাপাসিটি এবং স্পেস ভ্যাকান্সির উপড় নির্ভর করে অর্ডার টি নেওয়া যাবে কি যাবে না। বাইয়ারের প্রস্তাবিত শিপমেন্ট ডেট মেনে নেওয়ার পুর্বে অবশ্যই মার্চেন্ডাইজার কে প্ল্যানিং টিমের সাথে কাজ করে লাইন শিডিওলের প্রাথমিক নিশ্চয়তা নিতে হবে। অর্ডার প্লেস হওয়ার পর মার্চেন্ডাইজার প্ল্যানিং এর কাছে প্রোডাকশন বুকিং টি Re-Confirm করবেন। কোন অর্ডারের কোয়ান্টিটি, ম্যাশিন লে-আউট এবং শিপমেন্ট সিডিওলের উপড় পর্যালোচনা করে প্ল্যানিং একটি Ready Date দেবে যার পুর্বে গার্মেন্টস শেলাই করার জন্য প্রয়োজনীয় সমস্ত র-ম্যাটেরিয়াল ফেব্রিক, এক্সেসরিস মজুত করে ফেলতে হয়।