অনন্যা ব্যবসার মত গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের মূল উদ্দেশ্য আর্থিক লাভ ।আর লাভ তখনই পাওয়া যায় যখন ম্যানুফাকচারিং এর প্রত্যেক ধাপে কত ব্যয় হবে তার যথাযত হিসেব নির্ণয় করা হবে এবং তার উপড় ভিত্তি করে রূপরেখা প্রনয়ন করা হবে।গার্মেন্টস এর প্রধান অংশ কাপড় যা মোট খরচের ৬০-৭০% জন্য দায়ী ।
কোন পোশাক তৈরি করতে যে পরিমাণ কাপড়ের প্রয়োজন তাকেই কাপড়ের কনজাম্পশন বলে ।স্যাম্পল গার্মেন্টস তৈরির পর উহার মূল্য নির্ধারণ করার আগে কাপড়ের কনজাম্পশন বের করে নিতে হয় ।
যদিও একটি পোশাকের জন্য প্রয়োজনীয় কাপড়ের পরিমাণ
একমাত্র মার্কার প্ল্যানিং পদ্ধতিতেই সঠিকভাবে নির্ণয় করা যায়।তবে গানিতিক উপায়েও
স্যাম্পল ও মেজারমেন্ট শীট অনুযায়ী কাপড়ের কনজাম্পশন বের করা সম্ভব এবং কাঙ্ক্ষিত পোশাক তৈরির আগেই সাম্ভাব্য কতটুকু কাপড়ের প্রয়োজন হতে পারে,
তার পুংখানুপুঙ্ঘ হিসাব পাওয়া সম্ভব।
আসুন দেখে নেই এমন কিছু টেকনিক যা দিয়ে খুব সহজে কেবল
মাত্র কয়েকটি ছবি অংকন আর সুত্রের সহায়তা নিয়ে আমরা কাপড়ের কনজাম্পশন নির্ণয় করতে
পারি ।
শার্টের জন্য কাপড়ের কনজাম্পশন নির্ণয়
পদ্ধতিঃ
কোন শার্ট তৈরির জন্য প্রয়োজনীয় কাপড়ের পরিমাণ
নির্ধারণের সুত্র
Z=x+y
যেখানে x = শার্টের দৈর্ঘ × শার্টের
প্রস্থ
এবং y = শার্টের হাতার দৈর্ঘ ×
আর্ম হোলের প্রস্থ
ফুল হাতা শার্টের স্কেচ |
ধরা যাক চিত্রানুযায়ী শার্টের দৈর্ঘ =A ,শার্টের প্রস্থ=B , হাতার
দৈর্ঘ্য =C এবং আর্ম হোলের প্রস্থ=D
তাহলে x ও y কে নিন্মরুপ লেখা যায়
X= (A+3ʹʹ) × (B+3ʹʹ) × 2 inch²
Y= (C+2ʹʹ) × (2D+2ʹʹ) × 2 inch²
Z= x + y
Z=(A+3ʹʹ) × (B+3ʹʹ) × 2 inch² + (C+2ʹʹ) × (2D+2ʹʹ) × 2 inch²
গাণিতিক সমস্যাঃ-কাঙ্ক্ষিত কোন শার্টের দৈর্ঘ্য প্রস্থ স্লিভ বা হাতার দৈর্ঘ্য ও আর্ম হোলের প্রস্থ যদি যথাক্রমে ৩০,২৫,২১ ও ২২ ইঞ্চি হয় , তাহলে শার্টটি তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন হবে ?
সমাধানঃ
থিওরি অনুযায়ী সুত্রে A,B,C ও D
এর মানগুলো বসিয়ে
কাপড়ের কনজাম্পশন (Z) = X + Y
=(A+3ʹʹ) X (B+3ʹʹ) × 2 + (C+2ʹʹ) X (2D+2ʹʹ) × 2
=(30ʹʹ+3ʹʹ)×(25ʹʹ+3ʹʹ)+(21ʹʹ+2ʹʹ)×(2 X 22ʹʹ+2ʹʹ)
=33 × 28 + 23× 46
=1848+2116
=3964 inch ² (ANS)
তবে একটা বিষয় লক্ষণীয় , কাপড়ের
কঞ্জাম্পশন নির্ণয়ে ইঞ্চি প্রচলিত একক নয় । সাধারণত আমরা যখন কোন দর্জি বা কাপড়ের
দোকানে যাই তখন তাদের মুখে গজ এবং গীরা এককে কাপড় মাপতে শুনি । অতএব বর্গ
ইঞ্চিকে আমাদের প্রচলিত একক গজ ও গীরায় রূপান্তরিত
করতে হবে ।
কাপড়ের পরিমাণ
3964 inch ²
= √( 3964) inch ²
= 62.96 inch
অর্থাৎ
কাপড়ের পরিমাণকে লেখা যায়
62.96
inch × 62.96 inch
= 60 inch × 66 inch ( যেহেতু বাজারে 60 ইঞ্চি বহর বা প্রস্থের শার্টের কাপড় পাওয়া যায় )
=অর্থাৎ
এই শার্টের জন্য 60 ইঞ্চি বহরের 66 ইঞ্চি
কাপড় লাগবে
=66
inch কে গজে ও গীরাতে পরিনত করলে পাওয়া যাবে
=1
গজ 15 গীরা (প্রায়) {যেহেতু 36 ইঞ্চি=1 গজ এবং 2 ইঞ্চি=1 গীরা }
= অতএব শার্টটি তৈরি করতে 60
ইঞ্চি বহরের বা প্রস্থের 1 গজ 15 গীরা কাপড় প্রয়োজন
ট্রাওজার বা ফুল প্যান্টের জন্য কনজাম্পশন নির্ণয়ঃ
ফুল প্যান্টের স্কেচ |
সাধারণভাবে ট্রাওজার দেখতে ফিগার–A এর মত হয়,কিন্তু কাপড়ের কনজাম্পশন বের করতে ট্রাওজারকে ফিগার-B এর মত
করে একে নিতে হবে।
ফিগার -B তে ট্রাওজারের উচ্চতা ও প্রস্থের অর্ধেক অংশের পরিমাণ কে H ও J দ্বারা
সুচিত করা হয়েছে
তাহলে ফেব্রিক কনজাম্পশন হবে (P) = (H+4ʹʹ) × (J+2ʹʹ) × 4
গাণিতিক উদাহরনঃ
ট্রাওজারের উচ্চতা =40 ও প্রস্থ এর 1/2=13
ইঞ্চি হলে কাপড়ের কনজাম্পশন কত ?
সমাধানঃ
সুত্রে
ট্রাওজারের উচ্চচা ও প্রস্থের মান বসিয়ে
ফেব্রিক কনজাম্পশন (P)= (H+4ʹʹ) × (J+2ʹʹ) =(40ʹʹ+4ʹʹ) × (13ʹʹ+2ʹʹ) × 4
=44 X 15 × 4
=2640 inch²(ANS)
60 ইঞ্চি বহর ধরে 2640 inch² কে গজ ও গীরায় পরিনত করে পাওয়া যাবে 1 গজ 4 গীরা (প্রায়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন