গার্মেন্টস প্রোডাক্ট লাইন |
প্রতি
বছর বা প্রতি সিজনের পাইকারী বিক্রির জন্য পোশাক নির্মাতা প্রতিষ্ঠান তাদের পোশাকের যে একটি
সাধারন স্টাইল নির্ধারন করেন তাকে প্রোডাক্ট লাইন বলে । লাইন কোন একটি স্বতন্ত্র আইটেমের পোশাক বা এক্সেসরি
কে বোঝাতে ব্যাবহার হয় না বরং ম্যানুফ্যাকচারের
পুরো এক সিজনের সমস্ত প্রোডাকশনের
একটি সম্মিলিত পরিকল্পনাকে বোঝায় । লাইন শব্দটি ব্যাবহার হয় জনপ্রিয়
ও মানসম্মত কোন পোশাকের জন্য ।
Electric
Zombie,Glamour Kills,Full Bleed,Kill Brand,Prestigious,Fresh Prints,Free
Movement Projec (FMP Clothing) ইত্যাদি কিছু বিখ্যাত লাইনের নাম । লাইনে রং,ফেব্রিক,স্টাইল এর ভিত্তিতে কিছু গার্মেন্টস গ্রুপ বিভক্ত থাকলেও
অবশ্যই সাধারন কিছু বৈশিস্টে তাদের মধ্যে মিল থাকেই । প্রত্যেক গার্মেন্টস গ্রুপকে
বোঝাতে একটি করে নাম্বার থাকে যেমন 401 , 57 ।
যে ডিজাইনাররা লাইনের দায়িক্তে থাকেন তারা একই সাথে তিনটি কাজ করেন।
প্রথমত তারা চলতি মৌসুমের লাইনের বিক্রয়ের পরিমান
পর্যবেক্ষণ করেন । দ্বিতীয়ত সামনের মৌসুমের জন্য পরবর্তী লাইনের কাজ দ্রুততম সময়ে
শেষ করেন এবং তৃতীয়ত তৃতীয় মৌসুমের লাইনে যাতে আরো
নতুনত্ব থাকে তার নিয়মতান্ত্রিক পরিকল্পনা তৈরি করেন । পরিষ্কারভাবেই বোঝা যায় ডিজাইনারা কোন ফার্মের সবচেয়ে চেলেঞ্জিং কাজটির দায়িক্তে থাকেন । কারন তাদের দায়িক্ত শুধু লাইন তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকে না , সে লাইনের উপড় তৈরি পণ্য যেন বাজারে প্রভাব ফেলতে পারে তার নিশ্চয়তাও দিতে হয় ।
কেননা এক মৌসুমের কম বিক্রি কোন বড় প্রতিষ্ঠানকেও লোকসান নামিয়ে আনতে পারে । তাই লাইন তৈরির সময় তাদের একই সাথে শৈল্পিকতা,জনসাধারণের রুচির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হয় । কোন পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বছরে চার থেকে ছয়টি লাইন তৈরি করে।
কেননা এক মৌসুমের কম বিক্রি কোন বড় প্রতিষ্ঠানকেও লোকসান নামিয়ে আনতে পারে । তাই লাইন তৈরির সময় তাদের একই সাথে শৈল্পিকতা,জনসাধারণের রুচির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হয় । কোন পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বছরে চার থেকে ছয়টি লাইন তৈরি করে।
১. স্প্রিং
২. সামার
৩. ট্রান্সিশোনাল বা পরিবর্তন কালীন
৪. ফল ১
৫. ফল ২
৬. রিসোর্ট
৭ হলিডে
অনেক ফার্ম এর বাইরেও নতুন
লাইন তৈরি করে । পাইকারি ক্রেতাদের কাছে হস্তান্তর করার ৩ থেকে ১২ মাস
পূর্বে ম্যানুফ্যাকচারার পোশাক তৈরির কাজ শুরু করেন । তার মানে ক্রেতার নিকট
পৌঁছানোর প্রায় এক বছর আগেই পোশাক তৈরির সমস্ত পরিকল্পনা তথা লাইন তৈরির কাজ সেরে
ফেলতে হয় । এজন্য একজন সফল ডিজাইনার হতে অবশ্যই দূরদর্শীতার অধিকারী হতে হয়।
মাইকেল কর্সের তৈরি চারটি সিজনের লাইন
তত্থ্যসুত্রঃ
http://www.startingaclothingline.com/html/the_list_of_clothing_lines.html
http://www.apparelsearch.com/wholesale_clothing/popular_brand_names_clothes.htm
The Dynamics of Fashion
by ELAINE STONE
তত্থ্যসুত্রঃ
http://www.startingaclothingline.com/html/the_list_of_clothing_lines.html
http://www.apparelsearch.com/wholesale_clothing/popular_brand_names_clothes.htm
The Dynamics of Fashion by ELAINE STONE
The Dynamics of Fashion by ELAINE STONE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন