ইদানীং টেক্সটাইল গ্রাজুয়েশন করা ছাত্রদের মুখে একটা কথা খুব শোনা যায় , লেখাপড়া শেষ করে চাকরী করব না, ছোট হলেও নিজের ব্যাবসা শুরু করব ।
অবশ্যই এই ভাবনা সাধুবাদ পাওয়ার দাবী রাখে । কিন্তু তারা হয়ত জানে না অধিকাংশ ছোট
ব্যবসা কোম্পানি ব্যার্থ হয় শুধুমাত্র অভিজ্ঞতা ঘাটতির কারনে । তাই নিজের ব্যাবসা
শুরু করার আগে যতটা সম্ভব অভিজ্ঞতা নেয়াটা অবশ্য জরুরী । বড় এবং সফল ছোট দুই
কোম্পানিতে কাজ করে বুঝতে হবে তারা কিভাবে ব্যবসা চালাচ্ছে । অনেকের ধারণা অন্যের
কাজ করার চেয়ে নিজের কাজ করার মাঝে বেশি আনন্দ। আসলে স্ব-শৃঙ্খল মানুষের জন্য
নিজের কাজ করাই বেশি কঠিন ।
তবে নিজের কাজ তোমাকে তখনই পুরষ্কার দেবে যখন তোমার মধ্যে স্বপ্ন,
শৃঙ্খলটার সাথে দীর্ঘ দিন কাজ করার ইচ্ছা শক্তি থাকবে ।
তাই নিজের ব্যবসা শুরুর আগে নিজের জীবনের প্রথম চাকরীতে নিজেকে
ভাবতে হবে শিক্ষার্থী হিসেবে, শেখার মোক্ষম সময় হিসেবে । ভেবে নাও এটা যেন একটা
বিনামুল্যে পাওয়া শিক্ষা । যতটা বেশি শেখার চেষ্টা কর । আর এই অভ্যাস টা মজ্জাগত
করে নাও ।
অভিজ্ঞতা অর্জনই সফল ব্যাবসায়ী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন । টেক্সটাইল ম্যানুফেকচারিং এর ধাপ গুলোর সাথে
পরিচিত হতে হবে , যেমন ডিজাইন মার্চেন্টাইজিং,প্যাটার্ন মেকিং, বুল্ক প্রোডাকশন এবং
মার্কেটিং । ট্রেনিং এবং ইন্টার্নশীপ
গুলোকে অংশ গ্রহণ করতে হবে । তারপর প্রমান
কর চাকরীতে কতটা দক্ষ তুমি ।
কোম্পানি সমসময় দায়ীক্তবান লোকেদের খোজে তাদের কাজের বড় বড় দায়ীক্তে
বসানোর জন্য । আর যদি বড় পজিশনে নাও যেতে পার , জীবনে অন্য কিছু করার জন্য অভিজ্ঞতা
টা তোমার সাথে ঠিকই থাকবে । আর অফিসে পরিচিত মানুষ গুলো , ভবিস্যতে তারাই হবে
মুল্যবান সহযোগী । কারন পরিবর্তন যেমন টেক্সটাইল ব্যবসাকে উজ্জীবিত করে , সৃজনশীল মানুষেরা ঠিকই তার সাথে খাপ খাইয়ে নেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন