স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

গার্মেন্টস সি এম কস্টিং নির্নয়ের পদ্ধতি(How to Calculate CM of a Garments)



CM অর্থ কস্ট অব মেকিং অর্থাৎ তৈরি খরচ। গার্মেন্টস কস্টিং করার জন্য CM একটি অতীভ গুরুত্বপুর্ন বিষয়।  প্রত্যেক মার্চেন্ডাইজারের অবস্যই জানা উচিত সি এম এর হিসাব করার প্রকৃত পদ্ধতী সম্পর্কে।  অন্যথায়, কারখানাটি বিশাল ক্ষতির সম্মখিত হতে পারে।  কোন আইটেম এর সি এম খরচ বের করার জন্য বেশ কিছু তথ্য বিশ্লেষণ করতে হয় সেগুলো নিচে উল্লেখ করা হল ।  

১)  গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর অতীভ গুরুত্ব পুর্ন (সিএম)খরচ হিসাব করার একটি সহজ পদ্ধতি উপস্থাপন করা হল।
কারখানার মাসিক সর্বমোট নির্বাহী খরচের সাথে ফ্যাক্টরির ভাড়া, কমার্সিয়াল খরচ, ইলেট্রিসিটি বিল, পানির বিল , পরিবহণ খরচ, মেরামত খরচ এবং কর্মচারী বেতনের সমষ্টিকে টাকায় হিসাব করা হয় ।

২)  কারখানার মোট মেশিনের সংখ্যা।

৩)  ঐ স্টাইল টির জন্য  কারখানায় মোট কতটি ম্যাশিন ব্যবহার করতে হবে তার সংখ্যা এখানে বিবেচনায় আনতে হবে।

৪)  বিদ্যমান লেআউট থেকে প্রতি ঘন্টায় উৎপাদন লক্ষ্যমাত্রা । 

৫)  প্রতি মাসে মোট কর্ম দিবস।

৬)  দৈনিক মোট কর্ম ঘন্টা।

এখন নিম্নলিখিত সূত্র প্রয়োগ করে, একটি গার্মেন্টস বিক্রেতা সহজেই পোষাক তৈরির প্রকৃত খরচ হিসাব করতে পারেন।
প্রতি পিস তৈরিতে খরচ 
1





ধরা যাক,
কোন কারখানা একটি টি-শার্টের অর্ডার পেয়েছে।

কারখানা প্রতি মাসে মোট নির্বাহী ব্যয় - 30,00,000 টাকা
কারখানা র মোট মেশিন সংখ্যা -100
ওর্ডার পূরণ করার জন্য প্রয়োজনীয় মেশিনের সংখ্যা  -25
বিদ্যমান লেআউট থেকে প্রতি ঘন্টায় উৎপাদন লক্ষ্যমাত্রা  -180
মাসিক মোট কর্ম দিবস  -২6
দৈনিক কর্মঘন্টা 08

তবে প্রতি পিস তৈরিতে খরচ
= 20.03 taka per pcs
= (20.03 × 12) taka per dozen
= 240.38 taka per dozen
= 240.38/78 (in dollar) {1dollar-78taka (running)}
= $3.08 per dozen
So, the cost of making (CM) per dozen basic T-Shirt is $3.08
অতএব টি-শার্টের কস্ট অফ মেকিং হচ্ছে  3.08 ডলার।

1 টি মন্তব্য:

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !