স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

জেনে নিন বাংলাদেশে গার্মেন্টস কারখানা স্থাপনের সম্মতি জন্য কি কি তথ্য অপরিহার্য(Documents Needed To Establish Factory In Bangladesh)



বাংলাদেশে একটি গার্মেন্টস কারখানা স্থাপনের সম্মতির জন্য অপরিহার্য লাইসেন্স এবং প্রশংসাপত্রের প্রয়োজন:


1. ই.আর.সিঃ- এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ।

২.আইআরসিঃ- ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ।

3. কারখানা শ্রম লাইসেন্স।

4. কারখানার কাঠামো পরিকল্পনা অনুমোদন ।

5. বয়লার সার্টিফিকেট।

6. ফায়ার লাইসেন্স ।

7. পরিবেশ সার্টিফিকেট ।

8. চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সদস্যপদ শংসাপত্র ।

9. বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েট (বিজিএমইএ) এর সদস্যতা ও সার্টিফিকেশন ।

10. ভ্যাট লাইসেন্স।

11. ট্রেড লাইসেন্স।

12. ইপিবি নিয়োগ সার্টিফিকেট

13. টিআইএন সার্টিফিকেট

14. ব্যাংক সলভ্যান্সি সার্টিফিকেট

15. স্মারকলিপি নিবন্ধ

16. ইনকর্পোরেশন সার্টিফিকেট

17. বন্ড লাইসেন্স এবং জেনারেল বন্ড

18. পিডিবি প্রশংসাপত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !