স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

গার্মেন্টস ফেব্রিকের কালার এপ্রোভাল নেয়ার পদ্ধতী (How to get approval from Garments Buyer)



ফ্যাব্রিক কালার এপ্রোভাল নেয়ার দায়ীক্ত মার্চেন্ডাইজারের গার্মেন্টস রপ্তানিকারক প্রতিষ্ঠান পার্চেজ অর্ডার পাওয়ার পরে, প্রোডাকশন মার্চেন্ডাইজার বাইয়ারের  কাছ থেকে স্টাইলিং শিট গ্রহণ করেন। গার্মেন্টসের কোন অংশে কোন ফেব্রিক থাকবে এবং ফেব্রিকের রঙ কি হবে সমস্ত তথ্য তাতে লেখা থাকে

স্টাইলের শিটে, ফেব্রিকের রঙ এর রেফারেন্স হিসেবে প্যান্টন নাম্বার উল্লেখ করা থাকে।

ক্রেতার টেক প্যাকে উল্লেখ করা রঙের কোড অনুসরণ করে সাপ্লাইয়ারকে ল্যাব ডিপের ডেভেলপমেন্ট অর্ডার দেবেন মার্চেন্ডাইজার ।

ল্যাব ডিপ তৈরি হয় শুধু রঙ অনুমোদনের স্বার্থে । তাই ল্যাব ডিপে একই রঙের A,B , C গ্রেডিং করা থাকে যেন এর মধ্যে সবচেয়ে উপযুক্ত অপসন টি বাইয়ার বেছে নিতে পারে।

পুরো ল্যাব ডিপের তিন টি কপি করা হয়ে থাকে যার একটি থাকে ফেব্রিক সাপ্লাইয়ার ফ্যাক্টরির কাছে , অপরটি গার্মেন্টস মার্চেন্ডাইজারের কিপিং এবং অন্য টি বাইয়ারের কাছে প্রেরন করা হয় । 

বাইয়ারের কাছ থেকে ল্যাব টিপ কালার এপ্প্রোভাল নেয়ার পর , এপ্রোভ ল্যাব ডিপ অনুযায়ী কালার কুয়ালিটির উপড় বেস করে একচুয়াল ফেব্রিক সোয়াচ চাওয়া হয় ।

একচুয়াল ফেব্রিক সোয়াচ পাঠিয়ে কালার এবং কোয়ালিটি উভয়ের এপ্রোভাল নেয়া হয় । অথবা এভেইলেবল কালারের কোয়ালিটি ফেব্রিক পাঠিয়ে আলাদা ভাবে শুধু কোয়ালইটির এপ্রোভাল নেয়া হয় ।

পরবর্তীতে সেই এপ্রোভাল অনুযায়ী বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে আরেকটি স্যাম্পল বাইয়ারের কাছে পাঠাতে হয় যাকে প্রি প্রোডাকশন ফেব্রিক স্যাম্পল বলে ।

২টি মন্তব্য:

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !