GSM(gram per square meter) |
কাপড়ের GSM নির্ণয়ে GSM কাটার সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় । এই যন্ত্রটি খুবই সরল প্রকৃতির ।
এটি শুধুমাত্র ১০০ স্কয়ার মিটারের একটি চাকতি যার চারিদিকে ধারালো ব্লেড সংযুক্ত থাকে । যা দিয়ে ১০০ স্কয়ার মিটারের কাপড় কে সহজেই কাটা যায় ।
কাপড়ের GSM দুইটি ফর্মোলায় বের করা হয়
course per inch x stitch length x 39.37 x 39.37
GSM =-----------------------------------------------------------------------------
1000 x 1000
আরেকটি সুত্র
WPI x CPI x SL (mm)
GSM =---------------------------
count(Ne)
WPI : WPI নির্ণয় করতে প্রথমে পাক খোলা অবস্থায় কোন সুতার প্রতি দশ ইঞ্চিতে wales এর সংখ্যা গণনা করা হয় । তারপর একে দশ দিয়ে ভাগ করে প্রতি ইঞ্চিতে ওয়াল এর সংখ্যা বের করে তাকে সমীকরণে বসানো হয় ।
CPI : কাউন্টিং গ্লাস ও নিডেলের সাহায্যে প্রতি পাঁচ ইঞ্চিতে curse এর সংখ্যা নির্ণয় করা হয় তারপর দশ দিয়ে ভাগ করে CPI এর মান পাওয়া যায় ।
SL(stitch length): কাপড়ের মধ্যে পাশাপাশি দুটি নিডেল লুপের মধ্যকার দুরুত্ব কে stitch length বলে । স্টিছ লেন্থের উপড় কাপড়ের ওজোন ও ডইমেনশন নির্ভর করে । stitch কাউন্টারের সাহায্যে দৈর্ঘ্য বরাবর ১০০ টি wales এর দৈর্ঘ্য মিলিমিটার এককে বের করতে হয় ।
ইয়ারন কাউন্ট নির্ণয়ের পদ্ধতি কিছুটা আলাদা । প্রথমে একটি সুতাকে ইয়ারন গুচ্ছ থেকে পাক ছাড়িয়ে তার দৈর্ঘ্য ও ভর মাপা হয় । তারপর নিচের সমীকরণে বসানো হয়
N x L x 453.6
English count(Ne) =----------------------
wt x 36 x 840
এখানে N = একটি ইয়ারন গুচ্ছে ইয়ারনের সংখ্যা ।
L=ইয়ারনের দৈর্ঘ
wt= ইয়ারনের ওজোন
তবে আরেকটি সমীকরণের সাহায্যেও GSM বের করা সম্ভব
Ks x Tex
GSM=----------------------------
stitch length(mm)
Ks একটি ধ্রুবক । এর মান ফেব্রিকের গঠনের উপড় নির্ভর করে ।
ওভেন ফেব্রিকের GSM নির্ণয়ের সমীকরণ
EPI PPI
GSM =----------------------- + --------------------------- x 23.5
warp count x 1.1 weft count x 1.04
woven fabric GSM:-
উত্তরমুছুন={(EPI+PPI)÷(EPI Count+PPI Count)}×50.8
................
Raihan@!
কমেন্টের জন্য ধন্যবাদ,be with us
উত্তরমুছুনI m from non textile background but I m working in textile as merchandiser. I nee more clear idea abt this calculation
উত্তরমুছুনokay i will discuss it later more elaborately
মুছুনThis post will help the BD students. They can easily understand the GSM calculation by this post. Thanks.
উত্তরমুছুনTextile Apex