অতিথি পোস্ট
কোন ফেব্রিক তৈরির আগে স্পিনিং এর সময় ইয়ার্ণ কে কিভাবে প্রস্তুত করা হয় তার ধরন বিবেচনা করে সংশ্লিষ্ট ইয়ার্ণের নাম দেয়া হয়। নানাবিধ প্রকারের ইয়ার্ণ হতে পারে এবং এদের চাকচিক্ক্য,ব্লিচিং, ডাইং কেমিক্যাল গ্রহন করার ক্ষমতা,পুরুত্ত,দৃঢ়তা,বর্ধনশীলটা,মসৃণতা এবং প্রাকৃতিক রঙ ইত্যাদি বৈশিস্টের উপড় ইয়ার্ণের গুরুত্ব নির্ধারন হয়।
স্পিনিং এ ফাইবারের মত একক ইয়ার্ণকে একসাথে টুইস্ট দেয়া হয়।
তুলার ইয়ার্ণ খুব নরম,নমনীয় ও পরিমিত দৃড়তা বিশিষ্ট হয়ে।
লিনেন সুতার দুইটি বৈচিত্র্য রয়েছে লাইন ও টয়(tow), উভয় সুতাই খুব শক্তশালী প্রকৃতির ।
দুই ধরণের স্পিনিং রয়েছে ওয়েট ও ড্রাই স্পিনিং ড্রাই স্পিনিং এর তুলনায় ওয়েট স্পিনিং এ তৈরিকৃত ইয়ারন অপেক্ষাকৃত বেশি কাঠিন্য ও চাকচিক্য সম্পন্ন হয়ে থাকে। পরে ব্লিচিং করার ফলে এটি বিশুদ্ধ সাদা বর্ণ ধারণ করে আরও সুন্দর ও কোমল বৈশিষ্ট প্রাপ্ত হয়।
উলের সূতার স্থিতিস্থাপকতা,উজ্জলতা,ছিদ্র ও ফেল্টিং বৈশিস্ট বেশি।
তবে উলের ব্লিচিং কিছুটা জটিল হলেও এর ডাইং সহজ।
ওরস্টেড ইয়ার্ণ পাওয়া যায় কম্বিংকৃত উল থেকে এবং এই সুতার ব্যাসার্ধ অপরিবর্তনীয় ।এদের রসায়ন প্রতিরোধী ক্ষমতাও ভাল।
এছাড়া বিভিন্ন প্রকার ইয়ারনকে একসাথে স্পিন করে মিক্সড ইয়ারন তৈরি করা যায়।
ফল্ডেড ইয়ারনের কয়েকটি বিশেষ গুনের জন্য যেমন প্রসারণক্ষমতা ও মসৃণতার জন্য একে হোশিয়ারি ও জরি ফিতা(Lace)জাতীয় ফেব্রিক তৈরির জন্য ব্যাবহার করা হয় ।
সর্বশেষে আসি ফ্যান্সি ইয়ার্ণে, ভিন্ন ভিন্ন রঙের ও কাউন্টের ইয়ার্ণকে একসাথে টুইস্ট করার মাধ্যমে ফ্যান্সি ইয়ারন তৈরি করা হয়।
পোস্ট দিয়েছেনঃ
Abu Sayed
Bsc. In Textile Engineering
Pabna textile Engineering College,Pabna
Facebook Adress:-https://www.facebook.com/sayed1952
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন