ফাইবার থেকে তৈরি পোশাক পাওয়ার মাঝপথে ফেব্রিক তৈরি
হয়।টেক্সটাইল ফেব্রিক এমন একটি বস্তু যাকে নিটিং,উইভিং,ব্রেইডিং,ল্যামিনেটিং,ফেল্টিং,ইয়ার্ণকে গিট দিয়ে অথবা রাসায়নিক
বন্ধনের মাধ্যমে সৃষ্টি করা হয়।তৈরি পোশাকে প্রস্তুতিতে ফেব্রিক ই হল মৌলিক পদার্থ
।বিশ্বে অ্যামেরিকার মানুষ সবচেয়ে বেশি
পরিমাণে টেক্সটাইল পণ্য ব্যাবহার করে ।গড় হিসেবে
সেখানকার প্রত্যেক ব্যাক্তি বছরে ৮২ পাউন্ড কাপড় ব্যাবহার করে থাকে।অ্যামেরিকার টেক্সটাইল পণ্য ব্যাবহারের ক্ষেত্রগুলোও
অন্য সব দেশের তুলনায় অনেক বেশি বিস্তৃত।পরিধানযোগ্য পোশাক
ছাড়াও সেখানে হোম ডেকোরেশন, যানবাহনে,আত্মরক্ষাকারী বস্ত্রে এবং মহাকাশ গবেষণায় প্রচুর পরিমাণে টেক্সটাইল
পণ্য ব্যাবহার হয়ে আসছে।
ফাইবার থেকে ইয়ার্ণ প্রস্তুতির মধ্য দিয়ে ফেব্রিক উৎপাদন
ক্রিয়ার শুরু হয়।ফেল্টিং ও নন ওভেনের মত ব্যাতিক্রম ছাড়া অন্যসকল প্রকারের
ফেব্রিকে স্পিণিং ও টুইস্টিং আবশ্যক দুটি ধাপ।নিটিং ও উইভিং এর মাধ্যমে যে
গ্রে-ফেব্রিক প্রস্তুত হয় তাকে Unfinished Fabric ও বলা হয়ে থাকে। গ্রে-ফেব্রিক কে পরবর্তীতে ভোক্তার চাহিদা মোতাবেক
প্রয়োজনীয় গুণাবলী দানে ফিনিশিং করা হয়।
ভাল ও গাড় রঙের স্বার্থে ওয়েভিং/নিটিং এর আগেই ইয়ার্ণকে ডাই
করা যেতে পারে।যাকে ইয়ার্ণ ডাইং বলে।তবে বেশীরভাগ জায়গায় পিছ ডাইং পদ্ধতি ব্যাবহার করে ডাইং করা হয়
যেখানে উইভিং/নিটিং করে ফেব্রিক তৈরির পরে তবেই
তাকে ডাইং করা হয়।পিছ ডাইং সর্বোত্তম ফ্লেক্সিবিলিটি দিতে সক্ষম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন