মোডাল ফাইবারের গাছ |
মাইক্রো ফাইবারঃ মাইক্রো ফাইবার মানে ক্ষুদ্রাতিক্ষুদ্র পাতলা ফাইবার, যাদের ওজোন এক ডেনিয়ারেরও কম।অর্থাৎ
৯০০০ মিটার দৈর্ঘের মাইক্রো সুতার ওজোন মাত্র এক গ্রাম। এই অতিরিক্তভাবে
ছোট ও পাতলা ফাইবার থেকে তৈরি
ফেব্রিক একটি অত্যন্ত উৎকৃষ্ট বাহ্যিক দর্শন লাভ করে এবং
এতে থাকে অবিশ্বাস্য রকমের কোমলতা। মাইক্রোফাইবার মোডাল সিল্ক থেকে দ্বিগুণ ,তুলা থেকে তিনগুন,উল থেকে আট গুন এবং মানুষের চুলের তুলনায় একশো গুন পাতলা ।বর্তমানে মোট চারটি প্রকরণের মাইক্রোফাইবার
বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে,এক্রিলিক মাইক্রোফাইবার,নাইলন,¬পলিয়েস্টার ও রেয়নের মাইক্রোফাইবার।মাইক্রো-
ফাইবার দিয়ে আন্ডার ওয়্যার,ফিটেস্ট টিশার্টের মত পোশাক নির্মিত হয় ।
মোডাল ফাইবারঃ নির্ধারিত বীছ উৎপাদনক্ষম গাছ থেকে প্রাপ্ত পুনর্গঠিত
সেলুলোজ থেকে প্রাপ্ত ফাইবারকে স্পিনিং করে সেলুলোজিক মোডাল ফাইবার তৈরি করা হয়।তুলা থেকে মোডাল
প্রায় ৫০ শতাংশের বেশি পানি শোষণ ক্ষমতা বিশিষ্ট। ডাই হওয়ার ক্ষমতাও তুলার অনুরুপ।মোডাল
রেয়নেরই একটি প্রকরণ। মোডালের কাপড়ে খুব সহজে ভাজ সৃষ্টি হতে পারে না এবং এর রঙও সহজে
বিবর্ণ হয় না। মার্চেরাইজড তুলা থেকেও মডাল অনেক বেশি মসৃণ ।মোডাল কে হোমটেক্সটাইলে ব্যাবহার করা হয় যেমন
তোয়ালে,বিছানার চাদর এবং গোসলের সময় ব্যাবহৃত ঝলমলে পোশাক।অনেক টেক্সটাইল মিলে মোডালকে
অন্য ফাইবার যেমন স্পান্ডেক্স এর সাথে মিশিয়ে ব্লেন্ড করা হয়ে থাকে।
মেটালিক ফাইবারঃ মেটাল ফাইবার হল কৃত্তিমভাবে নির্মিত সেই সমস্ত ফাইবার যাদের তৈরি করা
হয় বিভিন্ন প্রকার ধাতু থেকে যেমনঃ-কোন ধাতুর উপড়ে প্লাস্টিক কোটিং আবরণ দিয়ে,প্লাস্টিকের
উপড়ে ধাতুর আবরণ দিয়ে অথবা কোন নরম ফাইবারে শক্ত কোন ধাতুর আবরণ দিয়ে।প্রাচীনকাল থেকেই
এরকম ফাইবার ব্যাবহারের নিদর্শন পাওয়া যায়।প্রাথমিকভাবে সোনা ও রুপা দিয়ে একাজ করা
হত।কিন্তু সম্প্রতি সোনা,রুপার পরিবর্তে এলুমিনিয়াম,এলুমিনিয়াম প্লাস্টিকের মিশ্রণ
অথবা এলুমিনিয়াম নাইলনের মিশ্রণ ব্যাবহার করা হচ্ছে।ধাতুর ফিলামেন্টের উপড়ে স্বচ্ছ
ফিল্মের মত আবরণ দেয়া হচ্ছে, যাতে করে শক্ত ধাতুর কারণে যে মলিন ভাবের সৃষ্টি হয় তা
দূর হয়ে যায়।একাজে সবচেয়ে বেশি ব্যাবহার হয় লিওরেক্স পলিএস্টার(Lurex Polyester) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন