স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

বিভিন্ন দেশের মেয়েদের ঐতিহ্যবাহী ঈদের পোশাক(Eid International Costume Female)


দেশে দেশে ঈদের ফ্যাশন


মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদ  আর কদিন পরেই আসছে ঈদ   ঈদ মানেই তাই নতুন জামাকাপড়  ৷ তাই জমে ওঠে মুসলিম দেশগুলো ঈদের বাজার দেশে দেশে মানুষের সংস্কৃতিগত পার্থক্যের কারনে ঈদের পোশাকে এসেছে  বৈচিত্র্যতা    


ঈদে কোন তুর্কি মেয়ে যখন তেসেত্তুর (tesettur) পরেছেতখন সিরিয়ার কোন মেয়ের পরনে হয়ত সোভা পাচ্ছে থোব পাকিস্থানি মেয়ে হয়ত পাঞ্জাবী সুইট শালোয়ার কামিজ পরে ঈদ উদযাপন করছে ইরানী মেয়েকে সেই একই সময়ে পরতে দেখা যাচ্ছে রো-পুস (roo-poosh), তখন মিশরের রাজধানী কাইরোর কোন মেয়ে হয়ত এবারের ঈদের জন্য কিনেছে হিজাব স্টাইল ম্যাক্সি বা লঙ কার্ডিগেন



তুর্কি মেয়েদের টপ কোটের সাথে মাথার স্কার্ফ নিয়ে যে পোশাক তাকে তেসেত্তুর (tesettur) বলেতুর্কির ৫০ % মহিলার সবচেয়ে পছন্দের পোশাক এটি।

খুব বৈচিত্র্যময় ও অনেক সংস্কৃতি দ্বারা প্রভাবিত হওয়া দেশ তুরস্ক । তুরস্কের মানুষ ক্রমশ পশ্চিমা পোশাক কে গ্রহণ করে  নিয়েছে  তাই শহুরে আধুনিক কোন তূর্কি মেয়ের ঈদের পোশাক হতে পারে জিন্স প্যান্টের সাথে টি শার্টফুল হাতা বা হাতা কাটা টপস  আবার তার্কিশ শালোয়ার কামিজ কিংবা স্কার্টও হতে পারে ভাল উৎসব মেজাজের পোশাক 


Turkish tesettur


সুপ্রাচীন মুসলিম ঐতিহ্যের দেশ সিরিয়া।এদেশের নারীদের একটি ঐতিহ্যবাহী পোশাকের নাম থোবথোব তৈরি হয় তুলা থেকে সাধারনত কাল রঙের হয়ে থাকে পোশাকটি ।  বুক ও দু পাশে সিমের অংশে সৃজনশীল নকশার এম্ব্রয়ডারি ও বাহারি রঙের ডিজাইন বিশিষ্ট থোব হতে পারে সিরিয়ান নারীর সবচেয়ে পছন্দের ঈদের পোশাক 

 
Syrian Thob

সিরিয়ান কস্টিউমের মধ্যে আরও রয়েছে কাল রঙের আবায়াফুল হাতা কোট এবং বোরখা 

ঈদে আফগান ও পাকিস্থানি মেয়েদের হাতে রয়েছে অনেক গুলো অপশন । শালোয়ার কামিজআনার কলিলাহেঙ্গা ছলিলম্বা কোর্তার সাথে শালোয়ার অথবা জিন্স,চুড়িদার পাজামাএগুলোর সবকটিই হতে পারে উৎসবের পোশাক  এছাড়া যদি আঞ্চলিক উৎসব পোশাকের দিকে যাওয়া যায়,তাহলে পাওয়া যাবে ফেরান,বেলুচি ও দোপাট্টা

 
Anarkali

shalwar Kamiz

Lahenga Choli



মিশরের মেয়েরা ভিন্ন ভঙ্গিমায় হিজাব ব্যাবহার করে। হিজাব স্টাইল ম্যাক্সি,হিজাব এটাছড ম্যাক্সি স্কার্ট  ও লঙ কার্ডিগেন মেয়েদের পছন্দের কয়েকটি ঈদের পোশাক ।

 
Hijab Style Maxi for Egyptian Ladies

সিরিয়ার মতই সৌদি মেয়েরা বেশীরভাগ সময় আবায়া পরিধান করে তবে সিল্ক বা নাইলন কাপড়ের ম্যাক্সির মত দেখতে আবায়া হতে পারে অপেক্ষাকৃত ফ্যাশনেবল ঈদের পোশাক 

ব্রিটেইনের মুসলিম মেয়েদের ঈদের পোশাকে প্রায় সব মুসলিম প্রধান দেশের ঐতিহ্যের সংমিশ্রণ লক্ষ্য করা যায় । এখানের মেয়েরা যেমন হিজাব, নিকাব পরেতেমনই পরে আবায়া ফুল হাতা শার্ট জিন্স প্যান্ট স্কার্ট  , থ্রি কোয়াটার দৈর্ঘ্যের রো-পুশ(roo-poosh) প্রভৃতি 
অন্যদিকে লাটিন অ্যামেরিকার মেয়েদের পছন্দের ঈদের পোশাক জর্ডানিয়ান স্কার্ফ ।

ইরানের মেয়ে কল্পনা করলে আমাদের চোখে ভেসে ওঠে ফুল প্যন্ট ও থ্রি কোয়াটার কোটের সাথে স্কার্ফ বা হিজাব । এটি একই সাথে ইরানী মেয়েদের ট্র্যাডিশনাল ও ফ্যাশনেবল পোশাকের প্রতিমুর্তি  থ্রি কোয়াটার কোটকেই রো-পুশ বলা হয়  ঈদ উপলক্ষে বাহারি রঙ ও ডিজাইনের  রো-পুশ হতে পারে ইরানী মেয়েদের পছন্দের পোশাক। 


Iranian Ro-Poosh



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !