স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

ল্যাক্রা ইয়ার্ন ও ফেব্রিক সম্পর্কে জেনে নিন(Get Known About Lycra Yarn & Fabric)

Lycra Made Anarkali
(অতিথি পোস্ট)
ল্যাক্রা হচ্ছে স্পান্ডেক্স সুতার ব্রেন্ড নাম । স্পান্ডেক্স  হচ্ছে এর ক্যামিকেল বা জেনেরিক নাম। ল্যাক্রা আমেরিকান ইনভিস্তা কোম্পানির ইলাস্টোমারিক ফাইবার  । ফেক্টরির কোন কাপড় এর ইলাস্টেন থাকলে একে লাইক্রা বলে, যদিও তা ঠিক না।


ল্যাক্রার কিছু উল্লেখযোগ্য ব্রেন্ড নামঃ
Roica (India) 
Texlon (Korean) 
Lycra (USA)

জাপান , ভারত ও থাইল্যান্ডে  রয়েছে Roica (India) রয়কা প্লান্ট ।
৪০ ডেনিয়ার৭০ ডেনিয়ার১০০ ডেনিয়ার কাউন্টের ল্যাক্রা ইয়ার্ন সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় ।



সাধারণ তথ্যঃ
১. আমাদের সব কাপড় গুলির মাঝে ল্যাক্রা কাপড় এর প্রসেস লস সব চেয়ে বেশি।
২. ল্যাক্রা কাপড় ডাইং এর আগে হিট সেট করে নিতে হয়।
৩. ল্যাক্রা কাপড় এর হিট সেট না করলে ক্রিজ মার্ক পড়ে।
৪. আমাদের ল্যাক্রা ফেব্রিক গুলির মাঝে ল্যাক্রা % হিসেবে বলা হয় যেমন ৫% লায়ক্রা১০% লায়ক্রা।
৫. কাপড়ে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ল্যাক্রা ব্যাবহার করা যায় এবং এটি করা হয় সুইম সুট এর জন্য।
৬. নিট কাপড় এর এর ল্যাক্রা  তিন ধরনের
            ফুল ফিডার ল্যাক্রা
            হাফ ফিডার ল্যাক্রা
            কোয়াটার ফিডার ল্যাক্রা

Lycra Made swimsuit


৭. নীট এবং ওভেন উভয় কাপড়ের প্রস্থ প্রিট্রিটমেন্ট বা ডাইং এর পর গ্রে ফেব্রিক থেকে অনেক কমে যায়।
৮. ল্যাক্রা কাপড় এর প্রসেস লস ৮% ধরে ডাইং করা হয়  ।
৯. ল্যাক্রা ফাইবার রিয়েক্টিভ ডাই দিয়ে ডাই করা হয় এবং আনডাইড থাকে।
১০. ল্যাক্রা ওভেন কাপড়ের ক্ষেত্রে ইয়ার্নের অন্তঃস্থলে ঢুকিয়ে কোর স্পান সুতা হিসেবে ওয়েফটে ফিড করা হয়ে থাকে।
১১. নীট কাপড়ের ক্ষেত্রে ল্যাক্রা ফিলামেন্ট কে আলাদা ফিডার ব্যাবহার করে ফেব্রিক এর কোর্সে ফিড করা হয়।

পোস্ট দিয়েছেনঃ

                                          
                                                          Mazedul Shishir
                  
                           Production officer woven dyeing at Intramex group (textile)
                                                       Courtesy: Textilelab

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !