স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

জেনে নিন আমদানি এলসি'র জন্য ব্যাংক এ কিভাবে আবেদন করতে হয়(How To Apply For Import L/C )


রপ্তানিকারক এবং আমদানিকারক বিক্রয় চুক্তিতে উপনিত হবে এবং এল সি ব্যাবহার করে অর্থ মূল্য পরিশোধের সিদ্ধান্ত নেবে ।  আবেদনকারী বা আমদানিকারক এর অনুরোধে ব্যাংক কর্তিক রপ্তানিকারক/ বেনিফিসিয়ারির বরাবর এল সি ইস্যু করাকে এলসি খোলা L/C openning  বলে  । যে ব্যাংকের মাধ্যমে এল সি খোলা হয় তাকে  L/C opening Bank বা Issuing Bank বলে ।

আমদানিকারক তার পছন্দের বা মনোনীত ব্যংককে অনুরোধ করে, সমস্ত শর্ত মেনে বাইয়ারের পক্ষ থেকে এল সি প্রদান করতে । অর্থাৎ দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবার পর আমদানিকারক মনোনিত ব্যাংকের পক্ষে পণ্য পরিবহণের ঝুঁকি গ্রহণ করে নৌ বীমা পলিসি সংগ্রহ করবে এবং সরবারহকারীকে পণ্যমূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে তার অনুকূলে ও তার মনোনীত স্থানীয় ব্যাংকে এলসি খোলার আবেদন করবে। যাকে এডভাইসিং ব্যাংক বলা হয় ।



এলসির আবেদন পেলেই যে ব্যাংক তার অনুমোদন দেবে এমন নয় । এলসি খোলার আবেদন পাবার পর সংশ্লিষ্ট ব্যাংক যে সকল বিষয় যাচাই করে, সেগুলো হলোঃ

  • নৌ বিমাপত্রের আমদানি পণ্যের বর্ননা,

                পণ্য বোঝাইকরনের বন্দরের নাম,
                পণ্য খালাসের বন্দরের নাম এবং
                 জাহাজীকরনের বর্নিত পদ্ধতি যথাযথ  বা সঠিক কিনা ।
  • ক্রয়চুক্তি এবং ঋণপত্রে প্রস্তাবিত আমদানি পণ্যের মূল্য অভিন্নভাবে বর্নিত হয়েছে কিনা ।
  •  আবেদনে আবেদনকারীর সাক্ষর সঠিক কিনা
  •  জাহাজীকরণের সর্বশেষ তারিখ
  •  এলসিতে বাংলাদেশ ব্যাংক সম্মতিপত্র বা  ইস্যুকৃত ইন্ডেন্টরের রেজিস্ট্রেশন নম্বর আছে কিনা ।
  • এলসিতে ক্রয়চুক্তিপত্র বা প্রোফরমা ইনভয়েস নম্বর উল্লেখ হয়েছে কিনা;
  •  বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে অবৈধ কোনো ধারা বা শর্ত এলসিতে আছে কিনা


Lifecycle: 01
Lifecycle: 02


১. সব কিছু ঠিক থাকলে ব্যাংক সে অনুযায়ী এল সি প্রদান করবে এবং এডভাইসিং ব্যাংক কে অনুরোধ করবে বেনিফিসিয়ার বা সেলারকে মূল্য পরিশোধ করতে ।

২. এডভাইসিং ব্যাংক এলসির সঠিকতা যাচাই করে সে অনুযায়ী সরবরাহকারীর কাছে এলসি পাঠাবে ।

৩. সরবরাহকারী  তার পণ্য প্রস্তুত করবে এবং তাকে আমদানিকারকের দেশের উদ্দেশ্যে জাহাজীকরণ করবে ।

৪. সরবরাহকারী তার মনোনীত ঐ এডভাইসিং  ব্যাংকের কাছে পণ্য পাঠানোর প্রমান স্বরূপ খসরা বা তথ্য উপস্থাপন করবে ।

৫. এডভাইসিং  ব্যাংক এলসির শর্তাবলীর প্রেক্ষিতে তথ্যগুলোকে যাচাই করবে এবং ক্রেতার কাছে তাকে পাঠাবে ।

৬. একই সাথে মনোনীত ব্যাংক সেই তথ্যকে ইস্যুইং ব্যাংকের কাছেও পাঠাবে।

৭. মনোনীত ব্যাংক বিক্রেতার একাউন্টে টাকা জমা করবে ।

৮. ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট গুলোকে খতিয়ে দেখবে, এলসির শর্তাবলীর বিবেচনায় যদি কোন সমস্যা  থাকে তবে ক্ষতিপূরণের জন্য মনোনীত ব্যাংক বা রিইমব্রাসিং ব্যাংক ক্রেতাকে ক্ষতিপূরণ দাবী জানাবে এবং সমস্যার তথ্যগুলোকে বিক্রেতার কাছে উপস্থাপন করবে ।

৯. একবার বাইয়ারের কাছ থেকে টাকা গৃহীত হলে, ইস্যুইং ব্যাংক তথ্যগুলোকে বাইয়ারের কাছে দেয় এবং পণ্যসামগ্রী গুলোকে গ্রহণ করার তাগিদ দেয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !