গার্মেন্টস সেক্টরে
ক্রেতা এবং প্রস্তুতকারকের মধ্যে যিনি সেতু বা মিডল ম্যানের মতো কাজ করে তিনিই হচ্ছেন
মার্চেন্ডাইজার । মোট কথা পণ্যটি তৈরি করতে তিনিই প্রধান দায়িত্বশীল
ব্যক্তি। মার্চেন্ডাইজার হতে একজনকে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ভাল জ্ঞান
রাখতে হবে । মার্চেন্ডাইজার কোন ডিজাইনার নন কিন্তু অনুধাবনের দায়িক্তে তিনিই থাকেন
,যিনি কোন ডিজাইন টি মার্কেটে চলবে আর কোনটি চলবে না তার সিদ্ধান্ত নেন । এজন্য মার্চেন্ডাইজারকে
প্রতিটি পণ্যের স্টাইলের ভিতরে ঢুকতে হয় এবং বিশ্লেষণ করতে হয় । আবার মাথায় রাখতে হয়
স্টাইলিং এর খরচের দিকেও ।
একটি যোগ্যতাসম্পন্ন
পোশাক মার্চেন্ডাইজারের পণ্য সম্পর্কে চমৎকার জ্ঞান থাকা প্রয়োজন । যার মাধ্যমে তিনি
বাইয়ারের কাছ থেকে পণ্যটি সম্পর্কে সঠিক তথ্যটি বুঝতে পারবেন এবং প্রস্তুতকারকের কাছে
সঠিক তথ্য তুলে ধরবেন।
একটি যোগ্য মার্চেন্ডাইজার
হতে, যোগাযোগের দক্ষতা একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ
বিষয়। কোন অর্ডার সঠিক সময়ে শিপমেন্ট সম্পন্ন হওয়া নির্ভর করে মার্চেন্ডাইজারের চমৎকার
যোগাযোগ দক্ষতার উপর।কারন যদি আপনি সহজে বাইয়ারের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রস্তুতকারীর
সাথে বসে সঠিক সময় সিডিউল করতে পারেন তবেই সহজে অর্ডার টি সম্পন্ন হতে পারে ।
বিদেশিদের সাথে যোগাযোগের
জন্য বর্তমান প্রজন্ম ইংরেজিতে ব্যাপকভাবে নির্ভরশীল।গার্মেন্টস মার্চেন্ডাইজার হওয়ার
জন্য ইংরেজীর দক্ষতা একটি জ্বলন্ত মানদণ্ড। একটি অর্ডার একজিকিউশনের বিভিন্ন সময়ে বাইয়ারের সাথে
শত শত বার মেইল কমিউনিকেশন করতে হয়। ডিজাইন, মেজারমেন্ট, কোয়ালিটি,
প্রোডাকশন লাইন মেনেজমেন্ট, শিপমেন্টের সমস্ত বিষয়ে বাইয়ার ও মার্চেন্ডাইজারের
মধ্যে কাটাছেড়া বিশ্লেষণ চলে । যার প্রধান মাধ্যম মেইল ।
এছাড়া বাৎসরিক বাইয়িং
মিটিং এ ফরেইন বাইয়ারের সাথে ডিরেক্ট কথা বলতে হয়, প্রাইজ নেগোসিয়েশন এবং বাইয়ারকে
প্রোডাকশনের গুরুত্বপুর্ন বিষয় সম্পর্কে অবহিত করে লাভজনক প্রাইজ নেগোসিয়েশন করতে ইংলিশ দক্ষতা থাকাটা অনিবার্য
।
শুধু প্রাইজ নেগোসিয়েশন
ই একটি অর্ডার পাওয়ার পুর্বশর্ত নয়, শিপমেন্ট এর সময় মিট করতে না পারলে পুরো অর্ডার
লস প্রোজেক্ট হয়ে দাঁড়ায় । এজন্য অর্ডার নেয়ার পুর্বে গার্মেন্টস কারখানার বর্তমান
পরিস্থিতিকে অনুধাবন করতে হবে, সাথে বিভিন্ন আইটেম সঠিক সময় মত সোর্স করা সম্ভব হবে
কিনা সেটা যাচাই করে তারপর একটি অর্ডার গ্রহণ করতে হবে । অন্যথায় শিপমেন্ট মিট না করতে পারলে বাইয়ারের কাছে
একটি খারাপ ইম্প্রেশন তৈরি করবে। সুতরাং, যোগ্য মার্চেন্ডাইজার হতে, কারখানা সম্পর্কে
চমৎকার জ্ঞান রাখা আবশ্যক।
Courtesy:
অমিত
amitptec6th@gmail.com
http://www.textilemania.info
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন